Posts

Showing posts from July, 2024

We can't keep our doors closed: PM on giving transit to India

Image
  Prime Minister Sheikh Hasina today (3 July) defended her government's decision to allow transit facilities to India, stressing that Bangladesh can't keep its doors closed in this current global situation. "There is objection as to why we gave transit to India. We already had given transit earlier. What is the loss for it? Rather we are getting tolls from the use of roads. The people of our country are getting its benefits. We can earn some money... We can't keep our doors closed," she said.  The leader of the House said this while delivering the valedictory speech at the budget session (third session) of the current 12th parliament. Taking a swipe at the critics of her recent visit to India, she said opposition parties continue saying many things about her visit. She said Bangladesh needs to join trans-Asian highway. "We've also gained transit [facilities] from India for [carrying goods to] Nepal and Bhutan," she said. Noting that Bangladesh brings

We can't keep our doors closed: PM on giving transit to India

Image
  Prime Minister Sheikh Hasina today (3 July) defended her government's decision to allow transit facilities to India, stressing that Bangladesh can't keep its doors closed in this current global situation. "There is objection as to why we gave transit to India. We already had given transit earlier. What is the loss for it? Rather we are getting tolls from the use of roads. The people of our country are getting its benefits. We can earn some money... We can't keep our doors closed," she said.  The leader of the House said this while delivering the valedictory speech at the budget session (third session) of the current 12th parliament. Taking a swipe at the critics of her recent visit to India, she said opposition parties continue saying many things about her visit. She said Bangladesh needs to join trans-Asian highway. "We've also gained transit [facilities] from India for [carrying goods to] Nepal and Bhutan," she said. Noting that Bangladesh brings

আগামীকাল থেকে বোটানিক্যাল গার্ডেনে প্রবেশ ফি ১০০ টাকা

Image
 সেইসঙ্গে পার্কে সকালে হাঁটতে আসা মানুষদের জন্য এক বছরের জন্য কার্ড ফি ৫০০ টাকা ধার্য করা হয়েছে। তারা প্রতিদিন নির্দিষ্ট সময়ে ১ ঘণ্টা অবস্থান করতে পারবেন রাজধানীর মিরপুরে জাতীয় উদ্ভিদ উদ্যানে (বোটানিক্যাল গার্ডেন) প্রবেশ ফি পাঁচ গুণ বাড়িয়ে ২০ টাকা থেকে ১০০ টাকা করার ঘোষণা দিয়েছে কর্তৃপক্ষ। সেইসঙ্গে পার্কে সকালে হাঁটতে আসা মানুষদের জন্য এক বছরের জন্য কার্ড ফি ৫০০ টাকা ধার্য করা হয়েছে। তারা প্রতিদিন নির্দিষ্ট সময়ে এক ঘণ্টা করে পার্কে অবস্থান করতে পারবেন। আগামীকাল বৃহস্পতিবার (৪ জুলাই০ থেকে নতুন সিদ্ধান্ত কার্যকর হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। বন অধিদপ্তর সূত্রে জানা যায়, বোটানিক্যাল গার্ডেনে প্রবেশ ফি পাঁচ গুণ বাড়িয়ে ১০০ টাকা করা হয়েছে। সাতটি ক্যাটাগরিতে নতুন করে নির্ধারিত প্রবেশ ফি নিতে নির্দেশনা দিয়েছে বন বিভাগ। আগামী ৪ জুলাই থেকে এই নির্দেশনা কার্যকর হবে। বর্তমানে বোটানিক্যাল গার্ডেনে ১২ বছরের বেশি বয়সের কোনো ব্যক্তির প্রবেশে ফি দিতে হয় ২০ টাকা।আগামী ৪ জুলাই থেকে সেটি বেড়ে হচ্ছে ১০০ টাকা। আর ১২ বছরের নিচের শিশুদের জন্য বর্তমান ফি ১০ টাকা থেকে বেড়ে হচ্ছে ৫০ টাকা। এছাড়া ৪ জুলাই থেকে বোটানি

ঘরের মেঝে খুঁড়তেই বেরিয়ে এলো ৫০টি জ্যান্ত সাপ, অতঃপর...

Image
  নাটোরেরর গুরুদাসপুরে ঘরের মেঝে খুঁড়তেই একে একে বেরিয়ে এলো জ্যান্ত ৪৯টি বাচ্চাসহ একটি বড় সাপ। আতঙ্কগ্রস্ত এলাকাবাসী পিটিয়ে হত্যা করেছে সাপগুলোকে। ওই বাড়িতে আরও সাপ থাকতে পারে বলে ধারণা করছেন পরিবেশকর্মীরা। বুধবার (৩ জুলাই) সকালে উপজেলার মশিন্দা ইউনিয়নের শিকার পাড়া গ্রামের আব্দুল মতিনের মাটির ঘর থেকে সাপের বাচ্চাসহ বড় সাপটি বের হয় বলে নিশ্চিত করেন জীব বৈচিত্র্য সংরক্ষণ কমিটির গুরুদাসপুর শাখার সাধারণ সম্পাদক নাজমুল হাসান নাহিদ। নাজমুল হাসান নাহিদ বলেন, সাপাগুলো হত্যার পর মাটির নিচে পুঁতে ফেলা হয়েছে। তবে ছবি দেখে প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে, এগুলো গোখরা সাপের বাচ্চা। নাহিদ জানান, বুধবার সকালে শিকার পাড়া গ্রামের আব্দুল মতিন তার মাটির ঘরের দরজার পাশে একটি সাপের বাচ্চা দেখতে পান। সাপটিকে মারতে গেলে গর্তের ভেতরে লুকিয়ে পড়ে। প্রতিবেশী কয়েকজন যুবকের সহযোগিতায় গর্তগুলো লোহার সাবল দিয়ে খুঁড়ে ছোট বড় ৫০টি সাপ উদ্ধার করেন। বিষধর হওয়ায় আতঙ্কে স্থানীয়রা মিলে সাপগুলোকে পিটিয়ে মেরে ফেলেছেন। নাহিদ বলেন, ওই বাড়িতে আরও সাপ পাওয়া যেতে পারে। পরবর্তীতে সাপ দেখা গেলে সেগুলো না মেরে পরিব

২৪৯ কিমি বেগে আঘাত হানছে ঘূর্ণিঝড় বেরিল!

Image
  ক্যারিবীয় কিছু দ্বীপে তাণ্ডব চালিয়ে শক্তিশালী ঘূর্ণিঝড় বেরিল আঘাত হানতে যাচ্ছে জামাইকায়। যুক্তরাষ্ট্রের জাতীয় হারিকেন সেন্টারের এক মুখপাত্র বলেছেন, অল্প সময়ের মধ্যেই (স্থানীয় সময় বুধবার, ৩ জুলাই সকালে) বেরিলের কেন্দ্রস্থল জামাইকার দক্ষিণ অংশের কাছাকাছি বা তার ওপর দিয়ে যাবে বলে আশঙ্কা করা হচ্ছে। হারিকেন সেন্টারের মুখপাত্র ড. মাইকেল ব্রেনান বলেছেন, ‘আগামী কয়েক ঘন্টার মধ্যে ক্যাটাগরি ৩ বা ক্যাটাগরি ৪ মাত্রার শক্তি নিয়ে দ্বীপের বেশিরভাগ অংশজুড়ে প্রভাব ফেলবে বেরিল।’   অর্থাৎ, এর বাতাসের গতিবেগ ঘণ্টায় সর্বোচ্চ ২৪৯ কিলোমিটার বা ১৫৫ মাইল হবে বলে জানান মাইকেল।  বুধবার সন্ধ্যা পর্যন্ত স্থানীয়দের নিরাপদ আশ্রয়ে থাকার পরামর্শ দিয়েছেন মাইকেল ব্রেনান।   এছাড়াও, ৩০ সেন্টিমিটারের বেশি বৃষ্টিপাতের পূর্বাভাসও জানানো হয়েছে। বেরিল মোকাবিলা করতে এরই মধ্যে সতর্কতা জারি করেছে জামাইকা প্রশাসন। বাসিন্দাদের নিরাপদে থাকাসহ প্রয়োজনীয় খাদ্য ও পণ্য মজুতের নির্দেশনা দেয়া হয়েছে।  এদিকে, বেরিলের প্রভাবে ক্যারিবীয় অঞ্চলে ৭ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। বেশ কয়েকজন নিখোঁজ রয়েছেন বলেও জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ।    অন

গবেষণা: ঢাকার স্ট্রিট ফুডে ব্যাকটেরিয়ার পরিমাণ বেশি হলেও অসুস্থতার হার কম

Image
  যুগান্তকারী এই গবেষণার নেতৃত্ব দেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সেন্টার ফর অ্যাডভান্সড রিসার্চ ইন সায়েন্সেসের প্রধান বিজ্ঞানী এবং ফুড, নিউট্রিশন অ্যান্ড এগ্রিকালচার রিসার্চ ল্যাবরেটরির প্রধান ড. মো. লতিফুল বারী। শনাক্ত করা ব্যাকটেরিয়াগুলো ডায়রিয়াসহ বিভিন্ন গ্যাস্ট্রোইনটেস্টাইনাল সমস্যার কারণ হিসেবে পরিচিত। তবুও গবেষণায় দেখা গেছে, প্রতি ১০ হাজার ভোক্তার মধ্যে কেবল দুইজন “ই. কোলি”, চারজন “সালমোনেলার” ও কেবল একজন ভিব্রিওর কারণে অসুস্থ হয়ে পড়েন। উচ্চ মাত্রার দূষণ সত্ত্বেও, গবেষণায় উল্লেখ করা হয়েছে, রাস্তার এসব খাবার গ্রহণকারী বেশিরভাগ লোক অসুস্থ হচ্ছে না। এর কারণ এখনও অজানা। “প্রিভেলেন্স অব মাইক্রোবিয়াল হ্যাজার্ডস ইন স্ট্রিট ফুড অ্যান্ড রেডি-টু-ইট সালাদ আইটেম ইন রেস্টুরেন্টস অ্যান্ড দেওয়ার প্রবাবল রিস্ক অ্যানালাইসিস” শীর্ষক এই গবেষণা প্রকল্পটি বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের (বিএফএসএ) অর্থায়নে করা হয়েছে। চটপটি, ছোলা মিশ্রণ, স্যান্ডউইচ, আখের রস, অ্যালোভেরার রস এবং মিশ্র সালাদের মতো আইটেমগুলোতে অত্যধিক পরিমাণে ই. কোলি, সালমোনেলা এসপিপি এবং ভিব্রিও এসপিপি খুঁজে পেয়েছেন গবেষকরা। ড. বা

চল্লিশের পরে বিয়ে করলে পাবেন এই ৪টি সুবিধা

Image
  চিরকুমার সভার সদস্য আর 'সিঙ্গেল লেডিস' ক্লাবের সভাপতিরাও অনেক সময় হঠাৎ প্রেমের দেবতা কিউপিডের তীরে ঘায়েল হয়ে যান। আসলে পরিণত বয়সের পরিণয়ে আছে বিভিন্ন ভালো দিক চিরকুমার সভার স্বঘোষিত সদস্য আর সিঙ্গেল লেডিস ক্লাবের অবিসংবাদিত সভাপতিরাও অনেক সময় হঠাৎ প্রেমের দেবতা কিউপিডের তীরে ঘায়েল হয়ে যান। রয়েসয়ে আর বুঝেশুনে যখন তাঁরা স্থির করেন যে এই মানুষের সঙ্গেই গাঁটছড়া বাঁধবেন, সে ভাবনায় থাকে একধরনের দৃঢ়তা আর দায়িত্ববোধ। আসলে পরিণত বয়সের পরিণয়ে আছে বিভিন্ন ভালো দিক। বিখ্যাত মার্কিন সমীক্ষাবিষয়ক সংস্থা পিউ রিসার্চ সেন্টারের এক সাম্প্রতিক গবেষণা বলে, মিলেনিয়ালদের ৫৬ শতাংশ এখনো অবিবাহিত। এদিকে এর আগের প্রজন্মে ৩০ হতে না হতেই দুতিনজন সন্তান হয়ে যেত বিয়ের পর। আবার বর্তমান জেনজি বা জুমার প্রজন্মের এক বড় অংশ আবার বিয়ের নামই শুনতে পারে না। এসব নিয়ে মা-বাবা আর সমাজ হাহুতাশ করলেও আসলে পরিণত বয়সের বিয়ে বেশি স্থায়ী আর শান্তিপূর্ণ, বলছে বিভিন্ন সমীক্ষা। কিছু ক্ষেত্রে সন্তান হওয়া আর বিভিন্ন স্বাস্থ্যগত ইস্যু বাদ দিলে বুঝেশুনে চল্লিশের পরে বিয়ে করার রয়েছে নানা ফায়দা। এবারে এমন ৪টি সুবিধার কথা জেনে নেওয়

মুন্সীগঞ্জের শিপইয়ার্ড থেকে জাহাজ 'উধাও' হলো কীভাবে ?

Image
  বাংলাদেশের মুন্সিগঞ্জের একটি শিপইয়ার্ড থেকে মেরামতের জন্য রাখা একটি তেলবাহী জাহাজ উধাও হয়ে গেছে বলে অভিযোগ উঠেছে। এ অভিযোগে শিপইয়ার্ড কর্তৃপক্ষ এবং জাহাজটির মালিকানাধীন প্রতিষ্ঠান উভয়েই থানায় পাল্টাপাল্টি অভিযোগ দিয়েছে। জাহাজটির মালিকানাধীন প্রতিষ্ঠানের অভিযোগ শিপইয়ার্ড কর্তৃপক্ষ তাদের জাহাজটি কেটে ফেলেছে। এটি কাটার ভিডিও ফুটেজ এবং প্রমাণ রয়েছে বলে দাবি তাদের। তবে, তদন্তের স্বার্থে এসব ভিডিও গণমাধ্যমকে দেয়া হচ্ছে না বলেও জানানো হয়। এদিকে, শিপইয়ার্ডের মালিকানাধীন প্রতিষ্ঠানের দাবি, যারা জাহাজটি মেরামত করতে দিয়ে গিয়েছিল, তারাই জাহাজটি তাদের অগোচরে নিয়ে গেছে। প্রশ্ন উঠেছে শিপইয়ার্ড থেকে একটি বিশাল আকারের জাহাজ কিভাবে উধাও হতে পারে? যা বলছে শিপইয়ার্ড কর্তৃপক্ষ মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলার নয়ানগরে থ্রি এঙ্গেল মেরিন লিমিটেডের শিপইয়ার্ড অবস্থিত। ২০২৩ সালের ২৩শে মে এই শিপইয়ার্ডে বেঙ্গল ইলেকট্রিক লিমিটেডের মালিকানাধীন টি. টেকনাফ নামে একটি তেলবাহী ট্যাংকার জাহাজ মেরামতের জন্য দেয়া হয়। তিন ব্যক্তি এই জাহাজ মেরামতের জন্য প্রতিষ্ঠানটির কাছে নিয়ে আসে। থ্রি এঙ্গেল মেরিন লিমিটেড প্রতিষ্ঠানটি ম

ঘরে শিশু ও বয়স্করা থাকলে এসি ব্যবহারে করণীয়

Image
 বিলাসিতার সামগ্রী নয়, এসি এখন প্রয়োজনের সামগ্রী। তাই ঘরে এসি ব্যবহারে মানুষ এখন কার্পণ্য করছেন না। ভিন্ন ভিন্ন কক্ষের মতো একটি বাড়িতে থাকেন ভিন্ন বয়সের মানুষ। প্রাপ্তবয়স্ক, শিশু, প্রবীণ। একেকজনের শরীর ও ত্বকের ধরন একেকরকম। তাই এসি ব্যবহারের ধরনও বদলে যায়। বিশেষ করে শিশু এবং প্রবীণদের ক্ষেত্রে। যেসব বাড়িতে শিশু এবং প্রবীণেরা আছেন, তারা কীভাবে এসি ব্যবহার করবেন? এ বিষয়ে পরামর্শ দিয়েছেন ওয়ালটন ইলেকট্রনিকসের উপ-নির্বাহী পরিচালক আরিফুল ইসলাম। তিনি বলেন, ‘আমাদের শরীরে ‘‘হিট মেকানিজম’’ বলে একটি প্রক্রিয়া রয়েছে। এই প্রক্রিয়ার মাধ্যমে প্রাকৃতিক তাপমাত্রার সঙ্গে শরীর নিজেকে মানিয়ে নেয়। তবে এসি খুব কম তাপমাত্রায় চালানো থাকলে বাইরের সঙ্গে ঘরের তাপমাত্রার বিরাট পার্থক্য তৈরি হয়। ফলে ঠান্ডা লেগে যাওয়ার আশঙ্কা থাকে। এ ছাড়া অনেকেই বাইরে থেকে এসে সরাসরি এসিযুক্ত কক্ষে প্রবেশ করছেন। এ কারণে দেহের তাপমাত্রা হুট করে বদলে যাচ্ছে। এতে ইমিউনিটিও কমে যায়। তাই এসির তাপমাত্রা নিয়ে সচেতন থাকা জরুরি। শিশু এবং বয়স্কদের ক্ষেত্রে একটু বেশি সচেতনতা দরকার।  আরিফুল ইসলাম জানান, বাড়িতে প্রবীণ মানুষের এসি ব্যবহারে বিশেষ

এসির বিদ্যুৎ খরচ কমানোর ১৫ উপায়

Image
 ফ্যানের চেয়ে এসির বিদ্যুৎ খরচ তুলনামূলক একটু বেশি। তারপরও আজকাল যে গরম, তা থেকে বাঁচতে এসি ছাড়া উপায়ও নেই। তবে কিছু নিয়মকানুন মেনে এসি চালালে বিদ্যুৎ খরচ অনেকটা সহনীয় পর্যায়ে রাখা যায়। টিপসগুলো জেনে নিই চলুন: ১. সঠিক জায়গায় এসি সেট করুন এসি সেট করার আগে উপযোগী জায়গা নির্বাচন করা জরুরি। এসি কনডেনসার একটি ছাউনিঘেরা জায়গায় রাখা দরকার, সূর্যের তাপ যেখানে সরাসরি পড়বে না। সরাসরি তাপে কনডেনসারের ভেতরের যন্ত্রাংশ গরম হয়ে যায়। এতে রুম ঠান্ডা করতেও বেশি শক্তি খরচ হয় আর বিল বাড়তে থাকে। ২. নিয়মিত এসির ফিল্টার পরিষ্কার করুন প্রয়োজন অনুযায়ী কয়েক মাস পরপর এসির ফিল্টার ও কিছু যন্ত্রাংশ পরিষ্কার বা প্রয়োজনে পরিবর্তন করলে রুম ঠান্ডা করতে এসির কম শক্তি খরচ হয়, বাঁচে বিদ্যুৎ খরচ। ৩. এসির মোড এখন যেসব এসি তৈরি হচ্ছে, অনেক দিক থেকেই সেগুলো স্মার্ট সিস্টেমে তৈরি। ইনভার্টার, ইকোফ্রেন্ডলি এসিগুলোতে কম বিদ্যুৎ খরচ করে এসি চালানোর মোড থাকে। ফলে এসব এসি ২০-৩০ শতাংশ পর্যন্ত বিদ্যুৎ সাশ্রয় করে। এসব এসি ম্যানুয়ালি তাপমাত্রা পর্যবেক্ষণ করে, তাপমাত্রা নিয়ন্ত্রণও করে। তাই মোডগুলো বুঝে এসি চালালে বিদ্যুৎ বিল নিয়ে চিন্ত

ফেসবুকে কেউ ‘আনফ্রেন্ড’ করলে কী করবেন

Image
  ফেসবুক, ইনস্টাগ্রাম, এক্সসহ আরও কিছু সামাজিক যোগাযোগমাধ্যমে ঘটে বিচিত্র সব ঘটনা। সেখানে কোনো ‘ফ্রেন্ড’ যখন তাঁর ‘লিস্ট’ থেকে কাউকে সরিয়ে দেন, তখন ব্যাপারটি হজম করতে পারেন না কেউ কেউ। আদতে এমন পরিস্থিতিতে কী করণীয়? তাঁর সীমারেখাকে সম্মান করুন ওই ব্যক্তি হয়তো ‘ভার্চ্যুয়াল’ জগতে একটি ‘ভার্চ্যুয়াল’ সীমারেখা টানতে চাইছেন। আপনার বন্ধু, সহকর্মী, পরিবারের সদস্য, প্রতিবেশী—বাস্তব জীবনে তাঁর সঙ্গে আপনার যে সম্পর্কই থাকুক না কেন, তিনি ওই জগতে একটু আলাদা থাকতে চাইতেই পারেন। তাঁর সে ভাবনাটা তিনি অন্য কোনো উপায়ে প্রকাশ না করে থাকলেও আপনি তো জানলেন, তিনি আপনাকে সামাজিক যোগাযোগমাধ্যমের ‘বন্ধু’ হিসেবে চাইছেন না। তাঁর সেই ভাবনাকে সম্মান করুন। বারবার তাঁর ‘প্রোফাইল’ ঘাঁটতে যাবেন না। ভেবে দেখতে পারেন আগ্রহের জায়গাগুলো কেউ আপনাকে ‘আনফ্রেন্ড’ করলে হয়তো ভাববেন, তিনি কোনো কারণে আপনাকে অপছন্দ করছেন। মনে রাখতে হবে, বাস্তব জীবনে যাঁদের মধ্যে বোঝাপড়া ভালো, তাঁদের মধ্যে যে সামাজিক যোগাযোগমাধ্যমেও বোঝাপড়া ভালো হবে, ব্যাপারটা একেবারেই তেমন নয়। একেকজনের পছন্দ, ভালো লাগা বা আগ্রহের জায়গা আলাদা হতেই পারে। মতের ভিন্নত

সারাদিনে হাতে মোবাইল ফোন? যেসব বিপদ ডেকে আনছেন

Image
  আমরা সবাই স্বচ্ছ কাঁচের মতো ত্বক চাই। সে জন্য আমরা যেকোনো প্রান্তে যাব। হোম হ্যাক থেকে DIY ফেস প্যাক, লেটেস্ট স্কিন ট্রেন্ড অনুসরণ করে সেই সব দামি স্কিন কেয়ার প্রোডাক্ট- সবই আমরা করি। কিন্তু যদি সেই ডার্ক সার্কেলগুলি অব্যাহত থাকে এবং আপনার ত্বক আগের মতোই ফ্যাকাসে থাকে, তাহলে সমস্যাটি আসলে কথায়? ভারতীয় সংবাদমাধ্যম  হিন্দুস্তান টাইমস  একজন ত্বক বিশেষজ্ঞের বরাতে বলছে, স্মার্টফোনের সঙ্গেই আটকে রয়েছে ত্বকের সুস্থতা। পড়াশোনায়, কাজে, বিনোদনে সবখানেই এখন ডিজিটাল ডিভাইজের ব্যবহার বেড়েছে। দীর্ঘক্ষণ ল্যাপটপ বা মোবাইলের ব্যবহারে চোখের নানা সমস্যায় ভোগেন অনেকে। কিন্তু অনেকেই জানেন না, সারাদিন ধরে ফোন স্ক্রোল করে যাওয়ার প্রভাব ত্বকের উপরেও পড়ে। যার ফলে কম বয়সীদের মধ্যে চামড়া কুঁচকে যাওয়া, বলিরেখা পড়ার মতো সমস্যা দেখা দিচ্ছে।  বিশেষজ্ঞেরা বলছেন, সূর্যের ক্ষতিকর অতিবেগুনি রশ্মি থেকে ত্বককে বাঁচাতে সানস্ক্রিন ব্যবহার করেন অনেকেই। কিন্তু একই রকম ক্ষতি করতে পারে ফোন, ল্যাপটপ বা কম্পিউটার থেকে বিচ্ছুরিত নীলচে রশ্মি। এ প্রসঙ্গে চিকিৎসকরা বলছে, ‘বৈদ্যুতিক যন্ত্র থেকে বিচ্ছুরিত নীল আলোর প্রভাব, সূর্যে

Popular posts from this blog

এসি চালু অবস্থায় সিলিং ফ্যান চালানো কি ঠিক?

Eid ul Adha 2024 date: When will Muslims in Saudi Arabia, India, UAE, US, UK, other countries celebrate Bakra Eid

সেন্ট মার্টিনের নিরাপত্তা নিয়ে গুজবে বিভ্রান্ত না হওয়ার আহ্বান আইএসপিআরের