Header Ads Widget

এসি চালু অবস্থায় সিলিং ফ্যান চালানো কি ঠিক?

 


গরমে বেশি ঠান্ডা পেতে অনেকেই এসি থাকা অবস্থায় সিলিং ফ্যান চালান। তাদের ধারণা, এসি-ফ্যান একসঙ্গে চালালে ঘর তাড়াতাড়ি ঠান্ডা হবে৷ কিন্তু এসি আর ফ্যান কি একসঙ্গে চালানো উচিত?


একটি ব্লগে প্রকাশিত তথ্য অনুযায়ী, এসির সঙ্গে ঘরে ফ্যান চালালে ঘরে অতিরিক্ত হাওয়ার সঞ্চার হয়৷ ফলে তাড়াতাড়ি ঠান্ডা অনুভূত হয়।

কেননা, ফ্যানের নিজের তো হাওয়া ঠান্ডা করার ক্ষমতা নেই৷ কিন্তু ঘরের কোণে কোণে এসির ঠান্ডা হাওয়াকে ছড়িয়ে দিতে পারে ফ্যান।


ফলে এসির ওপরেও চাপ কম পড়ে৷। কারণ ফ্যানের সাহায্যে দ্রুত ঠান্ডা হাওয়া ঘরের কোণায় কোণায় ছড়িয়ে পড়ে।



তাই নিশ্চিন্তে এসি চালু থাকা অবস্থায় সিলিং ফ্যান চালাতে পারেন।





Post a Comment

0 Comments