Posts

Showing posts with the label news economy Bangladesh sports entertainment advertisement Industry

ইতিহাস তৈরি করে ফিরল চন্দ্রযান, সঙ্গে নিয়ে আসা নমুনা থেকে জানা যাবে বিরল তথ্য

Image
  প্রথমবারের মতো চাঁদের দূরবর্তী দিকের নমুনা সংগ্রহ করে সফলভাবে পৃথিবীতে ফিরেছে চীনের মহাকাশযান চ্যাংই-৬। পৃথিবীর একমাত্র উপগ্রহ চাঁদের ওই প্রান্তে আগে কখনও কোন যান অবতরণ করেনি। সম্পূর্ণ অজানা ছিল চাঁদের এই দূর্গম অঞ্চল। প্রায় দুই মাসের দীর্ঘ ঝুঁকিপূর্ণ অভিযান শেষে স্থানীয় সময় মঙ্গলবার (২৫ জুন) ইনার মঙ্গোলিয়া মরুভূমিতে চ্যাংই-৬ সফলভাবে অবতরণ করে। খবর  বিবিসির। বিজ্ঞানীরা অধীর আগ্রহে চ্যাংই-৬ এর জন্য অপেক্ষা করছেন কারণ মহাকাশযানটির নিয়ে আসা নমুনাগুলো কীভাবে গ্রহ-উপগ্রহগুলো গঠিত হয়েছিল সে সম্পর্কে গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর দিতে পারবে। চলতি বছরের মে মাসে চীনের দক্ষিণাঞ্চলীয় দ্বীপ হাইনানের ওয়ানচাং কৃত্রিম উপগ্রহ উৎক্ষেপণ কেন্দ্র থেকে চ্যাংই-৬ চন্দ্রযান উৎক্ষেপণ করা হয় ও রোববার এটি চাঁদের পৃষ্ঠে নামে। চীনের মহাকাশ গবেষণা সংস্থা ‘চায়না ন্যাশনাল স্পেস অ্যাডমিনিস্ট্রেশন’- এর মতে, চ্যাং’ই-৬ প্রথমবারের মতো চাঁদের দূরবর্তী দিকের নমুনা সংগ্রহ করে ৪ জুন (মঙ্গলবার) যুক্তরাজ্যের সময় মধ্যরাত সাড়ে ১২টায় পৃথিবীর উদ্দেশ্যে যাত্রা শুরু করে। সংস্থাটির কর্মকর্তারা বলেছেন, চাঁদের পৃষ্ঠ খনন করার জন্য

আপনি কি সঠিক চাকরিতে আছেন? যে ফর্মুলা বলে দেবে আপনাকে

Image
  একজন ব্যক্তি ঠিক কোন চাকরিটি করবেন সেটি তার জীবনের অন্যতম গুরুত্বপূর্ণ সিদ্ধান্তগুলোর মধ্যে একটি। একইভাবে আপনি বর্তমান চাকরিতে থাকবেন না-কি অন্য কোথাও চলে যাবেন সেই সিদ্ধান্ত গ্রহণের সময়ও বেশকিছু বিষয় বিবেচনা করতে হবে। অনেকটা ক্লাশ অফ ক্লানের বিখ্যাত উক্তির মতো, "আমার কী থাকা উচিত না-কি চলে যাওয়া উচিত?" জীবনের বড় এই সিদ্ধান্তটি গ্রহণের ক্ষেত্রে ইউটিউবের প্রোডাক্ট ডিরেক্টর বাঙ্গেলি কাবা সমস্ত ফ্যাক্টরগুলি বিবেচনা করার একটি উপায় বের করেছেন। এটি সমস্যাটিকে সমাধান করতে এবং কোনও পরিবর্তন আনতে সহযোগিতা করবে৷ কাবা ইউটিউবে চাকরির পূর্বে ফেসবুক, ইনস্টাগ্রাম ও ইনস্টাকার্টের মতো নামিদামি কোম্পানিতে চাকরি করেছেন। সেক্ষেত্রে চাকরির বিষয়ে সিদ্ধান্ত নিতে তিনি নিজের মতো করে একটি ফর্মুলা তৈরির কথা ব্লগ পোস্টে জানিয়েছেন। এতে করে বুঝতে সহজ হয় যে, একজন ব্যক্তি সঠিক চাকরিতে আছেন কি-না। এই সম্পর্কে কাবা সম্প্রতি এক পডকাস্টে বলেন, "প্রভাব বোঝার জন্য শুধু দুই সেট ভেরিয়েবল প্রয়োজন। এরমধ্যে একটি কাজের পরিবেশ সম্পর্কিত ভেরিয়েবল সেট। আর আরেকটি দক্ষতার সাথে সম্পর্কিত ভেরিয়েবল সেট।" কাবা

কুমিল্লা সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক নিহত

Image
  কুমিল্লার বুড়িচং সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে আনোয়ার হোসেন (৫০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। রোববার (৯ জুন) সকাল ৮টায় উপজেলার বাকশীমুল ইউনিয়নের জামতলা সীমান্ত এলাকায় এ ঘটনা ঘটে। বিষয়টি বুড়িচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসনাত খন্দকার নিশ্চিত করেছেন। আনোয়ার হোসেন একই ইউনিয়নের মীরপুর গ্রামের মরহুম চারু মিয়ার ছেলে। ওসি আবুল হাসনাত খন্দকার বলেন, নিহতের মরদেহ ভারতীয় সীমান্তে আছে। যথাযথ প্রক্রিয়া শেষে মরদেহ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হবে। স্থানীয় ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্য মো. আবুল কাশেম জানান, নিহতের মরদেহ কাঁটাতার সংলগ্ন এলাকায় রয়েছে। এই মুহূর্তে ভারতীয় বিএসএফের তত্ত্বাবধানে আছে। THE BUSINESs world 

ওড়িশার প্রথম মুসলিম নারী এমএলএ কে এই সোফিয়া ফেরদৌস

Image
  সোফিয়া ফেরদৌস। ভারতের পূর্বাঞ্চলীয় রাজ্য ওড়িশার প্রথম মুসলিম নারী এমএলএ। এবার রাজ্যের বিধানসভা নির্বাচনে বড়বাটি-কটক আসন থেকে নির্বাচিত হয়েছেন। ৮ হাজার ১ ভোটের ব্যবধানে বিজেপির প্রার্থী পূর্ণচন্দ্র মহাপাত্রকে হারিয়েছেন তিনি। এনডিটিভি। ভারতের জনসংখ্যার একটা উল্লেখযোগ্য অংশ মুসলিম হলেও সেই তুলনায় বিভিন্ন নির্বাচনে নির্বাচিত মুসলিম জনপ্রতিনিধির সংখ্যা অতি নগন্য। এবার লোকসভা নির্বাচনে মুসলিম প্রার্থী ছিল মোট ৭৮ জন। বিভিন্ন দলের এসব প্রার্থীর মধ্যে নির্বাচিত হয়েছেন মাত্র ১৫ জন। লোকসভার পাশাপাশি এবার চারটি রাজ্যে বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হয়। পূর্বাঞ্চলীয় রাজ্য ওড়িশা তার একটি। এবার এ রাজ্যে চমক দেখিয়েছে বিজেপি।   লোকসভার ২১টি আসনের মধ্যে ১৯টিতেই জয় পেয়েছে দলটি। পাশাপাশি ১৪৭টি আসনের ওড়িশা বিধানসভায় ৭৮টিতে জিতে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে নরেন্দ্র মোদির পদ্মশিবির।   বিজু জনতা দল বা বিজেডি ৫১টি এবং কংগ্রেস ১৪টিতে জিতেছে। অন্যরা পেয়েছে চারটি। কংগ্রেস যে ১৪টিতে জয় পেয়েছে তার মধ্যে বড়বাটি-কটক অন্যতম। এই বড়বাটি-কটকের এমএলএ হলেন সোফিয়া ফেরদৌস।   ৩২ বছর বয়সী সোফিয়ার জন্ম রাজনৈতিক পরিবারে। কংগ্র

কথা কাটাকাটির জেরেই কনস্টেবল মনিরুলকে গুলি করেন কনস্টেবল কাওসার

Image
  বারিধারার ডিপ্লোম্যাটিক জোনের ফিলিস্তিন দূতাবাসের পাশে দায়িত্বে ছিলেন পুলিশ কনস্টেবল কাওসার আলী ও মনিরুল হক। দুজনের মধ্যে কথা কাটাকাটি হয়। এরপরই কনস্টেবল মনিরুলকে এলোপাতাড়ি গুলি করেন কাওসার। বুকে গুলি লেগে ঘটনাস্থলেই প্রাণ হারান মনিরুল। আহত হন জাপান দূতাবাসের গাড়িচালক সাজ্জাদ শেখ। শনিবার রাত পৌনে ১২টার দিকে ঘটা এই ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়ে পুরো এলাকায়। বন্ধ করে দেওয়া হয় ওই সড়কে যান চলাচল। প্রায় আধা ঘণ্টার চেষ্টায় কনস্টেবল কাওসারকে নিরস্ত্র করা হয়। ছুটে আসেন পুলিশের বিশেষ বাহিনী সোয়াট, গোয়েন্দা শাখাসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা। পুলিশ মহাপরিদর্শক চৌধুরী আবদুল্লাহ আল-মামুন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। ঘটনাস্থলে তিনি বলেন, সিসিটিভি ফুটেজ পর্যালোচনা ও প্রত্যক্ষদর্শীদের বিবরণসহ সবকিছু শুনে বিষয়টি তদন্ত করা হবে। তদন্তের আগে বিস্তারিত বলা যাচ্ছে না। নাম প্রকাশে অনিচ্ছুক এক নিরাপত্তারক্ষী বলেন, মনিরুলকে গুলি করে ফিলিস্তিনি দূতাবাসের প্রধান ফটকের সামনে এসে দাঁড়ায় কাওসার। তখনও সে অনেকটা স্বাভাবিক ছিল। মনিরুল কেনো রাস্তায় পড়ে আছে জানতে চাইলে কাওসার জানায়, সে নাটক করতেছে। এরপর কাওসার দূতাবাসের

সোমবার ৮ ঘণ্টা গ্যাস থাকবে না রাজধানীর যেসব এলাকায়

Image
  গ্যাস পাইপলাইনের জরুরি স্থানান্তর কাজের জন্য আগামীকাল সোমবার রাজধানীর বিভিন্ন স্থানে ৮ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। রোববার এক বার্তায় এ তথ্য জানিয়েছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ। এতে বলা হয়, গ্যাস পাইপলাইনের জরুরি স্থানান্তর কাজের জন্য আগামীকাল সোমবার সকাল ১০টা থেকে বিকেল ৬টা র্পযন্ত মোট আট ঘণ্টা মুগদা, মান্ডা, মানিকনগর (ধলপুর), বাসাবো, শাহজাহানপুর এবং গোপীবাগ এলাকায় বিদ‍্যমান সকল শ্রেণীর গ্রাহকের গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।  এছাড়া, উক্ত সময়ে আশেপাশের এলাকায় গ্যাসের স্বল্পচাপ বিরাজ করতে পারে। এসময় সম্মানিত গ্রাহকবৃন্দের সাময়িক অসুবিধার জন্য কর্তৃপক্ষ আন্তরিকভাবে দুঃখিত-তিতাস গ্যাস কর্তৃপক্ষ । THE BUSINESS WORLD 

207 acres of under-flyover land in Dhaka remain unused

Image
  A large swathe of land beneath flyovers remains unused across Dhaka city and its vicinity, amounting to nearly 207 acres. Some valuable lands are being used as workshops, warehouses, and even horse stables. Nevertheless, behind the use of these lands, there are allegations of corruption. Experts suggest that with proper planning, these lands could be utilised for various beneficial purposes such as parks, medical centres, and recreational facilities. Currently, not only flyovers but also one project after another is covering the open sky above our heads. Elevated expressways, metro rails, and various other projects are in progress.   Due to the absence of any specific plans, most of the space under the flyovers is now being utilised in a "make-do" style. Some valuable lands are being used as workshops, warehouses, and even horse stables. Nevertheless, behind the use of these lands, there are allegations of corruption.   If there had been some planning and foresight, these n

ইউরো ২০২৪: জয়ে প্রস্তুতি সারল জার্মানি, হারে বড় ধাক্কা ইংল্যান্ডের

Image
  ২০২৪ ইউরোয় ফেবারিটদের মধ্যে অন্যতম ধরা হচ্ছিল ইংল্যান্ডকে। ইংলিশদের স্কোয়াডও বলছিল সে কথা। মিডফিল্ড ও আক্রমণ ভাগে বিশ্বের অন্যতম সেরা তারকাদের উপস্থিতি, রক্ষণেও আছেন ক্লাব ফুটবলের পরীক্ষিত তারকারা। এমন দলকে নিয়ে বড় স্বপ্ন দেখাই যায়। কিন্তু ইউরো শুরুর আগমুহূর্তে ইংলিশ সমর্থকদের সেই স্বপ্ন বড় ধাক্কা খেল। ইউরোর প্রস্তুতিতে আইসল্যান্ডের কাছে প্রীতি ম্যাচে হেরে গেছে ইংল্যান্ড। ওয়েম্বলিতে ঘরের মাঠে ইংল্যান্ডের হার ১–০ গোলে। ইংল্যান্ডের হারের রাতে ইউরোর প্রস্তুতিটা স্বস্তির জয় দিয়ে শেষ করেছে জার্মানি। গ্রিসের বিপক্ষে ইউরোর আয়োজকেরা জিতেছে ২–১ গোলে। ২০১৬ সালের ইউরোতে জার্মানিকে হারিয়ে চমকে দিয়েছিল আইসল্যান্ড। আরেকটি ইউরো শুরুর আগে একই দলের কাছে ফের ধাক্কা খেল ইংলিশরা। ম্যাচের ১২ মিনিটে রক্ষণের ভুলে ম্যাচের একমাত্র গোলটি হজম করে ইংল্যান্ড। আইসল্যান্ডের হয়ে গোল করেন জন ডাগুর থর্সটেইনসন। শুরুতে গোল হজম করে ম্যাচের বাকি সময়ে গোল আদায়ের জন্য চেষ্টা করে গেছে ইংলিশরা। ৬৮ শতাংশ বলের দখলও রাখে তারা, কিন্তু ১টির বেশি শট লক্ষ্যে রাখতে পারেনি। অন্য দিকে ইংল্যান্ডের চেয়ে বল দখলে পিছিয়ে থাকলেও ৪টি শট লক্ষ

যেসব লক্ষণ দেখলে ডায়াবেটিস রোগের পরীক্ষা করাতে হবে

Image
বর্তমান সময়ে সবচেয়ে আলোচিত রোগগুলোর মধ্যে ডায়াবেটিস অন্যতম। প্রতিদিন যেভাবে ডায়াবেটিস রোগীর সংখ্যা বেড়ে চলেছে, তা সত্যিই আশঙ্কাজনক। তারপরও বিশেষজ্ঞদের মতামত অনুযায়ী বেশির ভাগ ডায়াবেটিস রোগী এখনো জানেই না যে, তাদের ডায়াবেটিক রয়েছে। তাছাড়া ডায়াবেটিস নিয়ে রয়েছে বিভিন্ন রকম ভুল ধারণা। ডায়াবেটিস একটি বিপাকজনিত রোগ, যেখানে রক্তের শর্করার পরিমাণ স্থায়ীভাবে বৃদ্ধি পায়। অগ্ন্যাশয় হতে নিঃসৃত ইনসুলিনের পরিমাণ বা কার্যক্ষমতা কমে গেলে ডায়াবেটিস হয়ে থাকে। বয়স‑ওজন‑স্থান জাতিভেদে যে কেউ ডায়াবেটিসে আক্রান্ত হতে পারেন। একজন সাধারণ মানুষ যে সমস্ত লক্ষণ দেখলে অবশ্যই ডায়াবেটিস পরীক্ষা করাবে তা হলো– ১. ঘন ঘন প্রস্রাব হওয়া।  ২. অনেক বেশি পিপাসা লাগা। ৩. খুব বেশি ক্ষুধা পাওয়া। ৪. পর্যাপ্ত পরিমাণ খাওয়া সত্ত্বেও ওজন কমে যাওয়া। ৫. প্রচণ্ড ক্লান্তি ও দুর্বলতা অনুভব করা। এ ছাড়া আরও কিছু লক্ষণ দেখা দিলেও ডায়াবেটিস পরীক্ষা করা জরুরি। যেমন– ১. চোখে ঝাপসা বা কম দেখলে। ২. শরীরে যেকোনো ক্ষত বা ইনফেকশন শুকাতে বিলম্ব হলে। ৩. একই ধরনের ইনফেকশন ঘন ঘন দেখা দিলে। ৪. বিভিন্ন প্রকার চর্মরোগ; যেমন: খোশ-

For every Tk100 mobile recharge, the govt takes Tk28

Image
  The increase in supplementary duty on mobile phone talk time and internet usage means mobile usage costs will increase by another Tk5 Although there is little chance of the era of missed calls returning, calling your near and dear ones will now cost you more. Earlier, for every Tk100 recharge in mobile phones, people get only Tk75 as talk time and also for internet use as the government gets about Tk25 as value-added tax (VAT), supplementary duty, and surcharge.  Now, the government will get Tk28. Dr Ahsan H Mansur, executive director of the Policy Research Institute (PRI), "It's a wrong decision to further increase tax on talk time and internet usage, as the country's telecom sector already has one of the highest tax rates in the world." THE BUSINESS WORLD

বেনজীর আহমেদ কি ১৫ শতাংশ কর দিয়ে অবৈধ সম্পদ বৈধ করতে পারবেন?

Image
 এর আগে এনবিআর চেয়ারম্যান বলেন, ‘ট্যাক্স রিটার্ন দাখিলের ক্ষেত্রে অসতর্কতা বা অন্যকে দিয়ে রিটার্ন দেওয়ার মতো বিভিন্ন কারণে কিছু সম্পদ ঘোষণার বাইরে থেকে যায়। তারা যাতে সুযোগটা পান, সে কারণেই ১৫ শতাংশ ট্যাক্স দিয়ে কালো টাকা সাদা করার সুযোগটা রাখা হয়েছে।’ আগামী ২০২৪–২৫ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে ১৫ শতাংশ কর দিয়ে অবৈধপথে অর্জিত সম্পদকে বৈধ করার বিধান রাখা হয়েছে। এখন প্রশ্ন উঠেছে, পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদের মতো ব্যক্তিরা, যারা অবৈধভাবে বিপুল পরিমাণ সম্পদ তৈরি করেছেন, তারাও এ সুযোগের সুবিধাভোগী হতে পারবেন কি না। শুক্রবার (৭ জুন) এক সংবাদ সম্মেলনে এমন প্রশ্নের জবাবে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান আবু হেনা মো. রহমাতুল মুনিম বলেন, বেনজীর তার অভিযুক্ত অবৈধ সম্পদ সাদা করার সুবিধা পাবেন না। 'যেহেতু বেনজীর আহমেদের মামলা ফৌজদারি ও আইনি প্রক্রিয়ার আওতায় পড়ে, তাহলে বিষয়টা কীভাবে বৈধ হয়ে যাবে ট্যাক্স দিলে?' বিকেলে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আয়োজিত বাজেটোত্তর সংবাদ সম্মেলনে তিনি সাংবাদিকদের এ কথা বলেন। এনবিআর চেয়ারম্যান বলেন, 'আমাদের বৈধ ব্যবসায

Document Required when Travelling in Domestic routes

Image
  All passengers traveling by air on the domestic route must produce their valid photo identity card at the check-in counter along with the ticket. Any one of the following identity cards will be treated as a valid photo identity card: • Passport • National ID Card • Driving License • Any ID Card with Photograph • School/College/University ID (Students) • Birth Certificate (Child & Infant) THE BUSINESS WORLD

মুঠোফোনে কথা, ইন্টারনেটের খরচ বাড়ল

Image
  মুঠোফোনে কথা বলা ও ইন্টারনেট সেবার ওপর সম্পূরক শুল্ক বাড়ানো হয়েছে। বর্তমানে টকটাইম ও ইন্টারনেট সেবার ওপর ১৫ শতাংশ ভ্যাট আরোপ আছে। এটি আরও ৫ শতাংশ বাড়িয়ে ২০ শতাংশ করা হয়েছে। মুঠোফোনে রিচার্জ করার সময় এই অর্থ কেটে রাখা হয়। ২০২৪-২৫ অর্থবছরের বাজেট বক্তৃতায় এ কথা জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী। এ প্রস্তাব তাৎক্ষণিকভাবে কার্যকর হওয়ার কথা। সম্পূরক শুল্ক বৃদ্ধির ফলে মুঠোফোনে কথা বলা এবং ইন্টারনেট ব্যবহারে খরচ বাড়বে। উচ্চবিত্ত থেকে শুরু মধ্যবিত্ত, নিম্নবিত্তদের কাছে মুঠোফোন অতি প্রয়োজনীয় সেবা। কথা বলার পাশাপাশি ফেসবুক, মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ—এসব জীবনের অনুষঙ্গ হয়ে গেছে। ফলে এসব চালাতে খরচ আরও বাড়বে। বর্তমানে প্রতি ১০০ টাকার টকটাইম পেতে হলে ১৩৩ টাকা ২৫ পয়সা রিচার্জ করতে হয়। নতুন প্রস্তাবের কারণে ১০০ টাকার টকটাইম পেতে ১৩৯ টাকা রিচার্জ করতে হবে। আরও সহজভাবে বলা যায়, ১০০ টাকা রিচার্জ করলে সরকার ২৮ টাকা শুল্ক-কর পাবে। বাকি অর্থের সমপরিমাণ টকটাইম পাবে গ্রাহক। এর আগে ২০১৫-১৬ অর্থবছরের বাজেটে মুঠোফোনে কথা বলার ওপর প্রথমবারের মতো ৩ শতাংশ সম্পূরক শুল্ক আরোপ করা হয়েছিল। পরে তা একাধিক দফায়

Rising costs and labour shortages threaten the centuries-old tradition of Mirkadim's white cows

Image
  The cattle markets of Old Dhaka still see a strong demand for these cows, with businessmen making early trips to Mirkadim to secure their purchases months before the festival. Nestled in the heart of Munshiganj, the small region of Mirkadim is steeped in history and tradition, is especially renowned for its pristine white cows, which face a severe crisis due to escalating feed costs and labour shortages.  For almost a century, these cows have been the pride of the area, celebrated for their exceptional quality and distinctiveness. However, this cherished legacy faces an existential threat due to rising feed costs, a shortage of labour, and the competition of fattening cows with adulterated food and injections. Nonetheless, some small-scale farmers continue to preserve this cherished heritage of their ancestors. Before Qurbani, the region's special breed of cows, particularly the white ones, brought fame to the area nationwide. Enthusiasts who prefer to sacrifice impressive-lookin

Popular posts from this blog

এসি চালু অবস্থায় সিলিং ফ্যান চালানো কি ঠিক?

Eid ul Adha 2024 date: When will Muslims in Saudi Arabia, India, UAE, US, UK, other countries celebrate Bakra Eid

সেন্ট মার্টিনের নিরাপত্তা নিয়ে গুজবে বিভ্রান্ত না হওয়ার আহ্বান আইএসপিআরের