ছবি তুলতে কমবেশি সবাই ভালোবাসে। তবে সবসময় সব জায়গায় ডিএসএলআর নিয়ে যাওয়া সম্ভব হয় না। সে ক্ষেত্রে স্মার্টফোন দিয়েই ডিএসএলআরের মতো ঝকঝকে ছবি তুলতে পারবেন। এ জন্য কিছু অ্যাপ হয়ে উঠতে পারে সহায়ক। ভালো ছবি তুলতে এমন কয়েকটি অ্যাপ সম্পর্কে জেনে রাখলে প্রয়োজনের সময় কাজে আসবে। ওল্ডরোল: ডিএসএলআরের মতো ঝকঝকে ছবি তোলার জন্য বেশ কার্যকর অ্যাপ ওল্ডরোল। ব্যবহারকারী চাইলে বিভিন্ন ডিভাইসের ফটোগ্রাফি ইন্টারফেস এখানে ব্যবহার করতে পারবে। এ অ্যাপটির অন্যতম সুবিধা হলো হোয়াইট ব্যালান্স নিয়ন্ত্রণ। এ ছাড়া ফ্ল্যাশ চালু বা বন্ধের অপশন রয়েছে। ছবি তোলার পর কন্ট্রাস্ট, স্যাচুরেশনসহ অনেক কিছু পরিবর্তন করা যাবে এই অ্যাপের সহায়তায়।
১৯৯৮ ক্যাম: পুরোনো দিনের মতো ছবি তুলতে চাইলে ১৯৯৮ ক্যাম সফটওয়্যার ব্যবহার করতে পারেন। এতে বিভিন্ন ফিল্টার নির্বাচনের পাশাপাশি গ্রিড লাইন ও ফ্রেম নির্বাচন করা যাবে। অ্যাপটির পেইড ভার্সনে ব্যবহারকারীদের জন্য আরও কিছু ফিচার রাখা হয়েছে।
রেট্রোক্যাম: আকর্ষণীয় বেশ কিছু ফিল্টার ব্যবহারের সুবিধা থাকা রেট্রোক্যাম অনেকের পছন্দের অ্যাপ। এর সহায়তায় মোবাইলে তোলা ছবি ও মিররলেস ক্যামেরা থেকে আনা জেপিইজিতে যেকোনো ফিল্টার ব্যবহার করা যায়। এ ছাড়া অ্যাপটির মাধ্যমে যেকোনো ছবির উজ্জ্বলতা, কনট্রাস্ট, ভাইব্রেন্স, হাইলাইটস, স্যাচুরেশন ও টেম্পারেচার এডিট করা যায়।
ডেজক্যাম: ভালো ছবি তোলার জন্য আরেকটি সুপরিচিত অ্যাপ ডেজক্যাম। ছবি তোলার পর এর রঙ ও অন্যান্য বিষয় পরিবর্তনে একাধিক ফিল্টার ব্যবহারের সুযোগ রয়েছে এতে। এ অ্যাপের মাধ্যমে ছবিতে তারিখসহ কিছু বিষয় যুক্ত করা যাবে। অ্যাপটির ফ্রি ভার্সনে ব্যবহারকারীরা পাঁচটি ছবি সম্পাদনা করতে পারবেন। আর আনলিমিটেড সুবিধা পাওয়ার জন্য বছরে ১৯ দশমিক ৯৯ ডলার ব্যয়ে সাবস্ক্রিপশন নিতে হবে।
প্রোক্যাম: যারা ছবি তোলার পর এডিট করতে চান তাদের জন্য এ অ্যাপ বেশ সহায়ক হতে পারে। এই অ্যাপের মাধ্যমে আরএডব্লিউ, টিআইএফএফ ফরম্যাটে ছবি তোলা যাবে। ব্যবহারকারীরা আইএসও সেটিংস পরিবর্তন করতে পারবেন। কম বা বেশি আলো নিয়ন্ত্রণ ফিচারও রয়েছে অ্যাপটিতে।
THE BUSINESS WORLD
0 Comments