প্রয়োজনীয় মুহূর্তে কল ড্রপ কিংবা আরও নানা ধরনের নেটওয়ার্ক সমস্যায় পড়ার অভিজ্ঞতা সম্ভবত কম-বেশি সবারই আছে। তবে কিছু সহজ উপায় জানা থাকলে ফোনের এই নেটওয়ার্ক সমস্যা দূর করা যায়।

* প্রথমে দেখে নিন আপনি কোনো ধাতব কাঠামো বা বড় দেয়ালের আশপাশে আছেন কি না। তাহলে সেখান থেকে বেরিয়ে একটু ফাঁকা জায়গায় যেতে পারেন। 

* ফোনের চার্জ দেখে নিন। কম থাকেলে চার্জ দেওয়ার ব্যবস্থা করুন। শক্তিশালী সিগন্যাল রিসিভ করার জন্য প্রয়োজনীয় চার্জ থাকলে ভালো। 

* আরেকটি উপায় হলো, নিজের ফোনের এয়ারপ্লেন মোড চালু করা। এরপর এয়ারপ্লেন মোড বন্ধ করে ফের সাধারণ মোডে ফিরে যাওয়া। 

* ফোনটি রিস্টার্ট দিতে পারেন। প্রয়োজনে সিম বের করে একবার ঢুকিয়ে দেখুন। এর মধ্যেই ফোনের সিগন্যাল ঠিক  হয়ে যাবে।

* নিয়মিত সেটিংস আপডেট না করলেও এই সমস্যা হতে পারে। কাজেই কোনো আপডেট বাকি থাকলে করে ফেলুন।

ওপরের পদ্ধতিগুলোতে কাজ না হলে ফোনের নেটওয়ার্ক সেটিংস রিসেট করতে পারেন। এরপরও সমাধান না হলে সিম কোম্পানির সঙ্গে যোগাযোগ করুন।

THE BUSINESS WORLD