একটা সময়ে এসি বিলাসিতা হলেও এখন সেটা দরকারে পরিণত হয়েছে। অতিরিক্ত গরমের কারণে প্রায় সব বাড়িতেই এখন এসি থাকে। অন্যদিকে প্রায় সময় শোনা যায় এসি বিস্ফোরণে হতাহতের ঘটনা। টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদন অনুযায়ী বিশেষজ্ঞরা বলছেন, অনেক ব্যবহারকারী এসি সমস্যা সম্পর্কে সচেতন না থাকার কারণে এ ধরনের ঘটনা ঘটছে। 

তাই এসির বিষয়ে সতর্ক থাকা খুবই জরুরি। সাধারণত এসির গ্যাস লিক হলে বিস্ফোরণ ঘটতে পারে। সেক্ষেত্রে এসির গ্যাস লিক হওয়ার কিছু লক্ষণ জানা থাকলে বিপদ এড়ানো সম্ভব। এসির গ্যাস লিক হলে বুঝবেন যেভাবে : 


1 কখনও এসি চালানোর পর মেশিন থেকে পচা গন্ধ বেরোতে থাকে। এটাও গ্যাস লিক হওয়ার একটা লক্ষণ হতে পারে। এরকম হলে অবশ্যই এসি মেশিন বন্ধ করবেন। দ্রুত সার্ভিসিংয়ের লোক ডেকে মেরামত করার ব্যবস্থা করবেন। 

2 অনেক সময় এসি চালানোর সঙ্গে সঙ্গে মেশিনের ভেতর অদ্ভুত ধরনের আওয়াজ হয়। এটা উপেক্ষা করা যাবে না। এই শব্দ এসি মেশিনের গ্যাস লিক হওয়ার লক্ষণ হতে পারে। 

3 রেফ্রিজারেটরের মতোই এসির গ্যাসের গন্ধ খুব বাজে ধরনের। এসি মেশিন চালানোর পরই এমন পচা গন্ধ বেরোলে এড়িয়ে যাবেন। এসি-র গ্যাস লিক হওয়ার লক্ষণ এটি।

এসির গ্যাস লিক হলে ঘর সহজে ঠান্ডাও হয় না। তাই এসি মেশিন থেকে কোনো আওয়াজ বা দুর্গন্ধ না বেরোলেও ঘর ঠান্ডা না হওয়ার বিষয়টি উপেক্ষা করা ঠিক নয়। 

গরমের কারণে অনেকে দীর্ঘ সময় একটানা এসি চালান। এতে কম্প্রেসার গরম হয়ে গিয়ে বিস্ফোরণ বা গ্যাস লিকের সমস্যা হতে পারে। এ কারণে কয়েক ঘণ্টা টানা এসি চালানোর পর কিছুক্ষণ বন্ধ রাখা উচিত। 

THE BUSINESS WORLD