বাংলাদেশে গত কয়েক বছর ধরেই খাদ্য ও নিত্যপণ্যের দাম বেড়েই চলেছে।
গত মে মাসে খাদ্য মূল্যস্ফীতির হার দুই অঙ্কের ঘর অতিক্রম করেছে। গত মাসে এই হার ছিল ১০ দশমিক ৭৬ শতাংশ।
পরিসংখ্যান ব্যুরোর তথ্য অনুযায়ী, খাদ্যের পাশাপাশি সামগ্রিক মূল্যস্ফীতি বেড়ে দাড়িয়েছে ৯ দশমিক ৮৯ শতাংশে।
নিত্যপণ্যের এই মূল্যস্ফীতির প্রভাব পড়েছে সবার সাংসারিক হিসাবের ওপরে।
গত বছরের তথ্যের সঙ্গে মিলিয়ে বিবিসি বাংলা জানার চেষ্টা করেছে, এই বছরের নিত্যপণ্যের খরচ কতটা বেড়েছে?
আপনি চাইলে এই ক্যালকুলেটর ব্যবহার করে আপনার হিসাবটি করে নিতে পারেন।
যেভাবে করতে হবে:
আপনি বাজার থেকে যেসব পণ্য নিয়মিতভাবে কিনে থাকেন, প্রথমে সবজি, আমিষ বা অন্যান্য পণ্যের তালিকা থেকে সেগুলো বাছাই করুন। এক বা একাধিক পণ্য বেছে নিয়ে সেগুলোয় ক্লিক করুন।
এরপর ফলাফল দেখতে নিচের দিকে ‘জমা দিন’ ট্যাবে ক্লিক করুন।
এর মাধ্যমে গত বছরের তুলনায় এই বছরে এসব পণ্যের দামে কতটা পার্থক্য হয়েছে, সেটা জানতে পারবেন।
(এই হিসাব বাংলাদেশের সরকারি প্রতিষ্ঠান ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ বা টিসিবির তথ্যভাণ্ডার থেকে নেয়া হয়েছে। যদিও বর্তমান খোলা বাজার দরের সঙ্গে এর কিছুটা অমিল থাকতে পারে।)
0 Comments