ইতিহাস তৈরি করে ফিরল চন্দ্রযান, সঙ্গে নিয়ে আসা নমুনা থেকে জানা যাবে বিরল তথ্য

Image
  প্রথমবারের মতো চাঁদের দূরবর্তী দিকের নমুনা সংগ্রহ করে সফলভাবে পৃথিবীতে ফিরেছে চীনের মহাকাশযান চ্যাংই-৬। পৃথিবীর একমাত্র উপগ্রহ চাঁদের ওই প্রান্তে আগে কখনও কোন যান অবতরণ করেনি। সম্পূর্ণ অজানা ছিল চাঁদের এই দূর্গম অঞ্চল। প্রায় দুই মাসের দীর্ঘ ঝুঁকিপূর্ণ অভিযান শেষে স্থানীয় সময় মঙ্গলবার (২৫ জুন) ইনার মঙ্গোলিয়া মরুভূমিতে চ্যাংই-৬ সফলভাবে অবতরণ করে। খবর  বিবিসির। বিজ্ঞানীরা অধীর আগ্রহে চ্যাংই-৬ এর জন্য অপেক্ষা করছেন কারণ মহাকাশযানটির নিয়ে আসা নমুনাগুলো কীভাবে গ্রহ-উপগ্রহগুলো গঠিত হয়েছিল সে সম্পর্কে গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর দিতে পারবে। চলতি বছরের মে মাসে চীনের দক্ষিণাঞ্চলীয় দ্বীপ হাইনানের ওয়ানচাং কৃত্রিম উপগ্রহ উৎক্ষেপণ কেন্দ্র থেকে চ্যাংই-৬ চন্দ্রযান উৎক্ষেপণ করা হয় ও রোববার এটি চাঁদের পৃষ্ঠে নামে। চীনের মহাকাশ গবেষণা সংস্থা ‘চায়না ন্যাশনাল স্পেস অ্যাডমিনিস্ট্রেশন’- এর মতে, চ্যাং’ই-৬ প্রথমবারের মতো চাঁদের দূরবর্তী দিকের নমুনা সংগ্রহ করে ৪ জুন (মঙ্গলবার) যুক্তরাজ্যের সময় মধ্যরাত সাড়ে ১২টায় পৃথিবীর উদ্দেশ্যে যাত্রা শুরু করে। সংস্থাটির কর্মকর্তারা বলেছেন, চাঁদের পৃষ্ঠ খনন করার জন্য

১২ নম্বর সন্তানের বাবা হওয়ার কথা প্রকাশ করলেন ইলন মাস্ক

 


পৃথিবীর শীর্ষ ধনী, প্রযুক্তি উদ্যোক্তা ইলন মাস্ক নিত্যনতুন উদ্যোগের পাশাপাশি নানা ধরনের হঠকারী সিদ্ধান্তের জন্য বছরজুড়েই আলোচনায় থাকেন। এবার তিনি আলোচনায় এসেছেন দ্বাদশ অর্থাৎ ১২ নম্বর সন্তানের বাবা হিসেবে। তাঁর ১২ নম্বর সন্তানের মা শিভন জিলিস।



চলতি বছরের শুরুতে দ্বাদশ সন্তানের বাবা হন ইলন মাস্ক। এত দিন বিষয়টি গোপন থাকলেও সম্প্রতি ব্লুমবার্গের এক প্রতিবেদনে ইলন মাস্কের এই সন্তানের কথা প্রকাশ করা হয়। ব্লুমবার্গের প্রতিবেদনের পর পেজ সিক্সকে সরাসরি সন্তানের কথা উল্লেখ না করে ইলন মাস্ক বলেন, ‘বিষয়টি আমাদের বন্ধু ও পরিবারের সদস্যরা জানেন। এখানে গোপনীয়তার কিছু নেই।’

জানা গেছে, এক ডজন সন্তানের বাবা হলেও নতুন শিশুটি ইলন ও শিভন দম্পতির তৃতীয় সন্তান। ৩৮ বছর বয়সী শিভন ইলন মাস্কের মালিকানাধীন নিউরালিংকের একজন পরিচালক। কৃত্রিম বুদ্ধিমত্তা ও ভেঞ্চার ক্যাপিটালে অভিজ্ঞ তিনি। ২০২১ সালের নভেম্বরে ইলন-জিলিস দম্পতির যমজ সন্তান স্ট্রাইডার ও আজুরের জন্ম হয়।



গত এপ্রিলে নিজের মালিকানাধীন খুদে ব্লগ লেখার সাইট এক্সে (সাবেক টুইটার) ইলন মাস্ক লিখেছিলেন, ‘আমি বুঝতে পেরেছি কোনো শিশুকে বড় করা আসলে ১৮ বছরের প্রম্পট ইঞ্জিনিয়ারিং।’ ১২ নম্বর সন্তানের বাবা হওয়ার ঘটনা প্রকাশের পর অনেকেই ধারণা করছেন, পোস্টে নতুন সন্তান হওয়ারই ইঙ্গিত দিয়েছিলেন ইলন মাস্ক।


ইলন মাস্ক ২০০২ সালে প্রথম বাবা হন। তাঁর সাবেক স্ত্রী কানাডীয় লেখক জাস্টিন উইলসনের ঘরে জন্ম নেওয়া শিশুটির নাম ছিল নেভাদা আলেকজান্ডার। তবে শিশুটি জন্মের ১০ সপ্তাহের মাথায় মারা যায়। ২০০৪ সালে উইলসন আইভিএফের মাধ্যমে যমজ পুত্রসন্তান ভিভিয়ান জেনা ও গ্রিফিনের জন্ম দেন। জাস্টিন উইলসনের ঘরে মাস্কের মোট ছয়টি সন্তান, ২০০৮ সালে তাঁদের বিচ্ছেদ হয়।


কানাডার সংগীতশিল্পী ক্লেয়ার বাউচার ও ইলন মাস্কের ঘরে দুটি সন্তান রয়েছে। এর একটি ছেলে, অপরটি মেয়ে। পরে তাঁদের বিচ্ছেদ হয়। কানাডার আরেক সংগীতশিল্পী গ্রিমসের সঙ্গেও সম্পর্কে জড়িয়েছেন ইলন মাস্ক। গ্রিমস-ইলন দম্পতির ঘরে রয়েছে তিনটি সন্তান। পরে সন্তানের অধিকার পেতে ২০২৩ সালে ইলন মাস্ককে আদালত পর্যন্ত হাজির করেন গ্রিমস।


Comments

Popular posts from this blog

এসি চালু অবস্থায় সিলিং ফ্যান চালানো কি ঠিক?

Eid ul Adha 2024 date: When will Muslims in Saudi Arabia, India, UAE, US, UK, other countries celebrate Bakra Eid

সেন্ট মার্টিনের নিরাপত্তা নিয়ে গুজবে বিভ্রান্ত না হওয়ার আহ্বান আইএসপিআরের