বাংলাদেশের আকাশে শুক্রবার (৭ জুন) সন্ধ্যায় হিজরি পবিত্র জিলহজ মাসের চাঁদ দেখা গেছে। জানা যায় সন্ধ‌্যায় রংপুর জেল‌ার প‌ীরগাছা উপ‌জেলার ইটা‌খোলা ইউ‌নিয়নে এই চাঁদ দেখা গে‌ছে। সে হিসেবে আগামী ১৭ জুন (সোমবার) সারা দেশে পবিত্র ঈদুল আজহা পালিত হবে। 

শুক্রবার সন্ধ্যায় বায়তুল মোকাররম জাতীয় মসজিদে জাতীয় চাঁদ দেখা কমিটির সভা শেষে এক ব্রিফিংয়ে এ কথা জানান ধর্মমন্ত্রী ফরিদুল হক খান। হিজরি জিলহজ মাসের ১০ তারিখে ইসলাম ধর্মাবলম্বীরা ঈদুল আজহা বা কোরবানির ঈদ উদযাপন করে থাকেন।


মন্ত্রী বলেন, ত্যাগের শিক্ষা নিয়ে সামর্থ্যবান মুসলিমরা আল্লাহর সন্তুষ্টি লাভের জন্য কোরবানি করবেন। ঈদের আনন্দ ভাগাভাগি করতে সামর্থবানরা যেন দরিদ্রদের পাশে দাঁড়ান। এই সময় ,মন্ত্রী যেসকল বাংলাদেশিরা হজ্জ পালন করতে গেছেন তাদের জন্য দোয়া করেন।


ইসলাম ধর্মের বিধান অনুযায়ী, পবিত্র জিলহজ মাসের ১০ তারিখ থেকে তিন দিন ঈদুল আজহা বা কোরবানির ঈদ উদযাপিত হয়ে থাকে। এ দিন মুসলিমরা আল্লাহর সন্তুষ্টির জন্য পশু কোরবানি দিয়ে থাকেন। 



এদিকে পবিত্র ঈদুল আজহার তারিখ ঘোষণা করেছে সৌদি আরব। দেশটিতে আগামী ১৬ জুন ঈদুল আজহা পালিত হবে বলে বৃহস্পতিবার জানিয়েছে দেশটির সুপ্রিম কোর্ট। 


সৌদি আরবের সুপ্রিম কোর্ট জানায়, বৃহস্পতিবার সৌদি আরবের আকাশে পবিত্র জিলহজ মাসের চাঁদ দেখা গেছে। শুক্রবার পবিত্র জিলহজ মাসের প্রথম দিন। সে হিসেবে ১৬ জুন ঈদুল আজহা পালিত হবে। ওমানে ঈদ হবে ১৭ জুন।

THE BUSINESS WORLD