দেশ-বিদেশের দামি দামি পাহাড়ি গরুর ব্যবসা তাতে সাদেক এগ্রোর ফেসবুক পেজে গেলে দেখা যায় একটার পর একটা বিশাল আকৃতির গরুর ছবি আর পোস্ট এর মধ্যে দেখা যায় কিছু ছবির ক্যাপশনে লেখা আছে এগুলো ব্রাহমা গরু কিন্তু এই গরু উদ্দেশে যাত্রা এমনকি 2016 থেকে গরু আমদানি নিষিদ্ধ তাহলে কিভাবে সাদেক এগ্রো

এর মালিক ইমরান 2018 সালে দেশে পৌঁছে ব্রাহমা গরুর সাথে ছবি তুলল কিভাবে চলছে এই গরুর বেআইনি আমদানি অনুসন্ধান করতে গিয়ে বের হয়েছে অনেক ধরনের জালিয়াতি এবং অনিয়মের কথা স্টার নিউজপাপের থাকছে অনুসন্ধানে বের হয়ে আসা বিভিন্ন তথ্যের ভিডিও এবং অডিও