দেশের আকাশে পবিত্র জিলহজ মাসের চাঁদ দেখা গেছে। আগামী ১৭ জুন (সোমবার) সারা দেশে পালিত হবে পবিত্র ঈদুল আজহা। আর এবারের ঈদের ছুটিতে টানা ৯ দিন ছুটি কাটানোর সুযোগ রয়েছে সরকারি চাকরিজীবীদের। 



স্বাভাবিক নিয়মে সরকারি চাকরিজীবীদের ঈদের ছুটি শুরু হবে ঈদের আগের দিন অর্থাৎ ১৬ জুন (রোববার) থেকে। চলবে ১৮ জুন (মঙ্গলবার) পর্যন্ত। এর আগে ১৪ ও ১৫ জুন (শুক্র ও শনিবার) সাপ্তাহিক ছুটি থাকবে। 


সে হিসেবে এমনিতেই মোট পাঁচ দিনের ছুটি মিলছে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের। তার সঙ্গে কেউ যদি ১৯ ও ২০ জুন (বুধ ও বৃহস্পতিবার) ছুটি নিতে পারেন, তাহলে ২১ ও ২২ জুনসহ (শুক্র ও শনিবার) ঈদে টানা ৯ দিনের ছুটি কাটাতে পারবেন।


জনপ্রশাসন মন্ত্রণালয়ের তথ্যমতে, ঈদুল আজহার দিন সাধারণ ছুটি থাকে। আর ঈদের আগের ও পরের দিন নির্বাহী আদেশে সরকারি ছুটি কাটাতে পারেন সরকারি কর্মকর্তা-কর্মচারীরা।

THE BUSINESS WORLD