Header Ads Widget

জলবায়ু পরিবর্তনে বাড়বে রোগব্যাধি, মৃত্যুর হুমকিতে কোটি মানুষ!

 

জলবায়ু পরিবর্তনের ফলে শুধু আবাসন সংকট সৃষ্টি কিংবা খাদ্য নিরাপত্তায় হুমকি দেখা দেবে না– বাড়বে নানা রোগব্যাধিও। ফলে মৃত্যুর হুমকিতে দিনাতিপাত করবে বিশ্বের কোটি কোটি মানুষ।

বাংলাদেশের আন্তর্জাতিক উদারাময় গবেষণা কেন্দ্র আইসিডিডিআরবির এক প্রতিবেদনে বলা হয়েছে, অস্বাভাবিক শিল্পায়নের ফলে জলবায়ুর তাপমাত্রা ১ ডিগ্রি সেলসিয়াস বেড়েছে, যার ফল এখনই ভোগ করছে বিশ্ববাসী। যদি একই হারে গ্রিন হাউস গ্যাস ও কার্বন নিঃসরণ চলতে থাকে, তাহলে চলতি শতাব্দীর শেষদিকে জলবায়ুতে তাপমাত্রা বাড়বে ৪-৫ ডিগ্রি সেলসিয়াস।






এ পরিমাণে তাপমাত্রা বাড়লে অন্যান্য সমস্যার সঙ্গে সঙ্গে প্রকট হয়ে দাঁড়াবে নানা ধরনের রোগব্যাধি। বিশেষ করে এতদিন যেগুলো মৌসুমি রোগ হিসেবে মানুষকে আক্রান্ত করতো, সেসব রোগে হরহামেশা মানুষ আক্রান্ত হবে বলে গবেষণায় বলা হয়েছে।
 
বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) প্রতিবেদনে বলা হয়েছে, জলবায়ু পরিবর্তনের ফলে সবচেয়ে ভয়াবহ রূপ ধারণ করবে 'ভেক্টর বর্ন ডিজিজ'। মূলত মশা-মাছির মতো আর্থ্রোপোডা পর্বের যেসব প্রাণীর রোগের বাহক হিসেবে কাজ করে, তাদের দৌরাত্ম্যে মানুষের জীবন রীতিমতো হুমকির মুখে পড়বে বলে সাবধান করেছে সংস্থাটি।



Post a Comment

0 Comments