গাবতলী গবাদি পশুর হাটে আসতে শুরু করেছে কোরবানির পশু। এরই মধ্যে দেশের বিভিন্ন জেলা থেকে গরু নিয়ে এসেছেন ব্যাপারীরা। হাটে জায়গা করে নিতে ব্যস্ত ব্যাপারী এবং খামারিরা। হাটে আসা ব্যাপারীদের দাবি, স্থানীয় বাজার থেকে ৩৫ হাজার টাকা মণ ধরে তারা গরু কিনে এনেছেন। ফলে এবারের কোরবানির বাজার অনেকটাই চড়া যেতে পারে বলে মনে করছেন তারা। 

চুয়াডাঙ্গা জেলা থেকে ১৩টি গরু নিয়ে রাজধানীর গাবতলী গবাদি পশুর হাটে এসেছেন মোহাম্মদ তাহের। 

ঢাকা মেইলের সঙ্গে আলাপকালে এই ব্যাপারী জানান, গাবতলী হাটে বিক্রি ভালো, তাই এ হাটে এসেছেন তিনি। গত কয়েক বছর ধরেই এ হাটে নিয়মিত চুয়াডাঙ্গার এই ব্যাপারী। 

গরুর দাম সম্পর্কে ধারণা চাইলে তিনি জানান, স্থানীয় বাজার থেকে তিনি গরু কিনেছে ৩৫ হাজার টাকা প্রতি মণ ধরে৷ এক বছর আগেও এই দাম ছিলো ২৫ থেকে ২৭ হাজার টাকার ঘরে। 


ক্রেতা দাম জানতে চাইলে তাহের ৩ লাখ টাকা দাম হাঁকেন। 'অনেক দাম' বলে চলে যায় ক্রেতা। 

হাটে আসা আরেক ব্যাপারী মো. ইসমাইল। ঢাকা মেইলকে তিনি বলেন, গরু আমাদেরই বেশি দামে কেনা। গাড়ি ভাড়া আগের চাইতে বাড়তি। গরু প্রতি দুই হাজার টাকা গেছে গাড়ি ভাড়া। এইখানে থাকার একটা খরচ আছে। পানিও কেনা লাগে। সব কিছুর পরেই তো দাম!

ক্রেতা কেমন আসছে? এমন প্রশ্নের জবাবে ইসমাইল বলেন, দুই-একজন আসে। কেউ দাম বলে না।

THE BUSINESS WORLD