Header Ads Widget

কঙ্গনাকে প্রকাশ্যে ‘থাপ্পড়’ মারলেন নিরাপত্তারক্ষী


 প্রকাশ্যে বলিউড অভিনেত্রী কঙ্গনা রনৌতকে থাপ্পড় মারলেন এক নারী। বৃহস্পতিবার (৬ জুন) দুপুরে চণ্ডীগড় বিমানবন্দরে এই ঘটনা ঘটে। খবর এনডিটিভি’র। 


এই ঘটনাকে কেন্দ্র করে চণ্ডীগড়ে চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। বিজেপির তারকা সাংসদের নিরাপত্তা নিয়েও প্রশ্ন উঠছে। 

এবারের লোকসভা নির্বাচনে হিমাচল প্রদেশের মান্ডি আসন থেকে বিজেপির টিকিটে জয় লাভ করেছেন কঙ্গনা। ফলে আজ দুপুরে দলের সাংসদীয় বৈঠকে যোগ দিতে দিল্লির উদ্দেশে রওনা দেন তিনি। দুপুর সাড়ে ৩টা নাগাদ চণ্ডীগড় বিমানবন্দর থেকে দিল্লির বিমানে চড়ার কথা ছিল তাঁর। সেই সময়ই চেকিং করতে গিয়ে ভারতের সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্সের এক নারী সদস্য কঙ্গনাকে থাপ্পড় মারেন বলে অভিযোগ।


কঙ্গনাকে চড় মারায় অভিযুক্ত নারীর নাম কুলবিন্দর কাউর। তিনি দিল্লি-হরিয়ানা সীমান্তে কৃষক বিক্ষোভ নিয়ে কঙ্গনার মন্তব্যে ক্ষুব্ধ হয়েছিলেন। এদিন তারই প্রতিশোধ নিয়েছেন বলে গুঞ্জন।

জানা গেছে, কঙ্গনা রনৌতকে মারার পর রেহাই পাননি ওই নারীও। ঘটনার সময় অভিনেত্রীর সঙ্গে ছিলেন মায়াঙ্ক মাধুর নামে একজন। তিনিও পাল্টা ওই নারীকে চড় মারতে উদ্যত হন। শেষ পর্যন্ত অবশ্য অন্য নিরাপত্তারক্ষীদের হস্তক্ষেপে রেহাই পান সেই নারী। 

এই প্রতিবেদন লেখা পর্যন্ত জানা যায়, বিজেপি সাংসদকে চড় মারার অভিযোগে ওই নারীকে আটক করা হয়েছে এবং জিজ্ঞাসাবাদ চলছে।

প্রসঙ্গত, লোকসভা নির্বাচনে প্রথমবারই বিজয়ের স্বাদ পেয়েছেন কঙ্গনা রনৌত। জয় লাভ করেছেন ৭৪ হাজার ভোটের ব্যবধানে। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন কংগ্রেসের বিক্রমাদিত্য সিং।

THE BUSINESS WORLD 

Post a Comment

0 Comments