ভারতের বিপক্ষে হারের পর অনেকেই ধারণা করেছিলেন বিশ্বকাপের সেমিফাইনালের লড়াই থেকে ছিটকে গেছে বাংলাদেশ। সংবাদ সম্মেলনে সাকিব আল হাসানও বলেছিলেন সেমিতে যাওয়ার সম্ভাবনা হয়তো আর নেই। তবে আফগানিস্তান অস্ট্রেলিয়াকে হারানোর পর খানিকটা সম্ভাবনা জেগে যায় বাংলাদেশের।
বিশ্বকাপের সুপার এইটে একটি জয় পেলেই সেমিফাইনালে যেতে পারবে বাংলাদেশ, এমন ভাবনা অনেকেই অবান্তর ভাবলেও আজ অস্ট্রেলিয়ার বিপক্ষে ভারতের ২৪ রানের জয়ে নাজমুল হোসেন শান্তদের সামনে সহজ সমীকরণ। অস্ট্রেলিয়ার হারে বাংলাদেশ পরের ম্যাচে আফগানিস্তানকে পরাজিত করলে তিন দলের পয়েন্ট সমান হয়ে দাঁড়াবে। সেক্ষেত্রে রান রেটের হিসেব চলে আসবে।
অস্ট্রেলিয়ার হারে বাংলাদেশের সেমিফাইনালে যাওয়ার সমীকরণ অনেকটাই এরকম। প্রথমত বাংলাদেশের জয় পেতেই হবে। জয় ছাড়া অন্য ফলাফল মানেই বিশ্বকাপ শেষ।
আফগানিস্তানের বিপক্ষে আগে ব্যাট করে ১৬০ রান বা তার বেশি করে বাংলাদেশের অন্তত ৬২ রানের ব্যবধানে জয় পেতে হবে, তাহলে গ্রুপ ওয়ানের দ্বিতীয় দল হিসেবে সেমিফাইনালে চলে যাবে বাংলাদেশ।
অপরদিকে বাংলাদেশ রান তাড়া করতে নামলে তা নির্ভর করবে আফগানিস্তানের দেয়া লক্ষ্যের উপর।
বাংলাদেশের বিপক্ষে আফগানিস্তান ১৫০ রান করলে ১২ ওভার ৪ বলের মধ্যে বা ১৩০ রান করলে ১২ ওভার ২ বলের মধ্যে বা ১০০ করলে ১১ ওভার ৫ বলের মধ্যে শান্তরা জয় পেলেই সেমিফাইনাল নিশ্চিত হবে।
এছাড়াও এই লক্ষ্য তাড়া করতে নেমে শেষ বলে ছয় মারতে পারলে ৪ বল আরো বেশি পাবে বাংলাদেশ।
অপরদিকে আআফগানিস্তান কেবল জয় পেলেই গ্রুপ ওয়ানের দ্বিতীয় দল হিসেবে সেমিফাইনালে চলে যাবে।
The business world
0 Comments