নতুন অর্থবছরে ভ্যাট বসছে মেট্রোরেলের টিকিটে। ১ জুলাই থেকে মেট্রোরেলের টিকিট কিনতে গুনতে হবে ১৫ শতাংশ ভ্যাট। মেট্রোরেলের টিকিটের ওপর বর্তমানে ভ্যাট মওকুফ আছে তার সময়সীমা শেষ হচ্ছে ৩০ জুন।

বৃহস্পতিবার এই আদেশ জারি করেছে এনবিআরের ভ্যাট বিভাগ। অন্যদিকে, জাতীয় সংসদে ২০২৪-২৫ অর্থ বছরের বাজেট প্রস্তাব করা হয়েছে। যেখানে ভ্যাট মওকুফের সময়সীমা বাড়ানোর বিষয়ে কিছু বলা হয়নি। এ সময়ের মধ্যে যদি মেট্রোরেলের টিকিটে ভ্যাট মওকুফের বিষয়ে কোনো সিদ্ধান্ত না হয়, তাহলে বাড়বে মেট্রোরেলের ভাড়া। 


মেট্রোরেলের টিকিটের ওপর বর্তমানে ভ্যাট মওকুফ আছে, যার সময়সীমা আগামী ৩০ জুন পর্যন্ত। ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড অব্যাহতির মেয়াদ শেষে মূল্য সংযোজন কর আরোপ না করার জন্য জাতীয় রাজস্ব বোর্ডকে অনুরোধ করেছিল; কিন্তু এনবিআর এই মওকুফ সুবিধা আর অব্যাহত রাখতে আগ্রহী নয়। কারণ, আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) শর্ত অনুসারে সব ধরনের করছাড় কমাতে হবে।

যাত্রীদের সুবিধার কথা ভেবে ২০২২ সালের ২৮ ডিসেম্বর থেকে মেট্রোরেলের ভাড়ায় ভ্যাট অব্যাহতি দেওয়া হয়েছিলো। এরপর গত বছরের মে মাসে আবার ভ্যাট মুক্ত ভাড়ার সময় আরো বাড়ানো হয়। তখন বলা হয়, অব্যাহতির এই সুবিধা বহাল থাকবে ২০২৪ সালের জুন পর্যন্ত।

সম্প্রতি ভ্যাট অব্যাহতির মেয়াদ বাড়াতে এনবিআরকে চিঠি দেয় ডিএমটিসিএল। কিন্তু তাদের আবেদন নাকচ করে জুলাই থেকে ভ্যাট বসানোর চিঠি পাঠিয়েছে এনবিআর।

THE BUSINESS WORLD